বাংলাদেশ পুলিশ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : আইজিপি

আগের সংবাদ

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি আবদুল হামিদের অভিনন্দন

পরের সংবাদ

পটুয়াখালী করিম মৃধা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩ , ৯:০৫ অপরাহ্ণ

বিপুল উৎসাহ উদ্দিপনা ও সমাগমের মধ্যদিয়ে এ.কে.এম কলেজে নবীনবরন অনুষ্ঠিত।
সোমবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ আ.ন.ম সাইফুদ্দিন শাহিনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক নজমুল আলমের সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলেজ পলিচালনা পরিষদের সভাপতি এ্যাড. আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা করিম মৃধার সহধর্মীনি লুৎফুন নাহার, ছেলে গফ্ফার মৃধা, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাইফুল ইসলাম, কলেজ শিক্ষার্থী শ্রাবণী সরকার, তাসলিমা, মাইমুন, নবীনদের পক্ষে বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবীন ছাত্র-ছাত্রীকে রজনীগন্ধা ফুলের স্টিকার দিয়ে বরন করেন। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থী লাকি আক্তার, তমালিকা, ইসরাত জাহান ও তৃপ্তি রানী। প্রধান অতিথি এ্যাড. আফজাল হোসেনের কাছ থেকে প্রোসপেক্টার্স গ্রহণ করেন শিক্ষার্থী তরিকুল ইসলাম, ইয়ামিন, ইসরাত জাহান ববি ও আশামনি।
সভায় প্রধান অতিথি আগামীদিনে দেশকে এগিয়ে নিতে নবীন প্রবীন শিক্ষার্থীদেরকে ভালকরে লেখাপড়া করে দক্ষ মেধাসম্পন্ন নাগরিক হওয়ার পরামর্শ দেন।