এবার চীনের জলসীমায় উড়ছে ‘রহস্যময় বস্তু’

আগের সংবাদ

অমর একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে আবু সাঈদ খানের ৮টি বই

পরের সংবাদ

সরকার নির্ধারিত দাম ১৪৯৮ টাকা

পটুয়াখালীতে ১২ কেজি বসুন্ধরা গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬৪০ টাকায়

আলতাফ হোসেন জাকির

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩ , ১১:৩০ পূর্বাহ্ণ

পটুয়াখালী জেলা সদরে ১২ কেজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬২০ টাকা। সঙ্গে যোগ হয় রিকশা ভাড়া। অর্থাৎ ১২ কেজি বসুন্ধরা গ্যাস সিলিন্ডার বিক্রি হয় ১৬৪০ টাকায়।
১৩ ফেব্রুয়ারি সোমবার দি মাখন এন্ট্রারপ্রাইজে ফোন করে ১২ কেজি গ্যাস সিলিন্ডার কিনতে চাওয়া হলে মাখন এন্ট্রারপ্রাইজের স্বত্বাধিকারী ১২ কেজি বসুন্ধরা গ্যাস সিলিন্ডার ১৬৪০ টাকা বলে দাবি করেন। তিনি বলেন, ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১৬২০ টাকা, তার সাথে যোগ হবে পরিবহন ভাড়া ২০ টাকা ৩০ টাকা।
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম কেন নিচ্ছেন জানতে চাওয়া হলে বলেন, সরকারের কোন জিনিসটাই ঠিক আছে।
এদিকে জাতীয় ভোক্তা অধিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি সরকার নির্ধারিত দামের বেশি রাখলে অভিযোগ দিতে বলেছেন। কিন্তু ভোক্তা অধিকার নিজেরা গ্রাহক সেজে ফোন দিলে দামের বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে পটুয়াখালী ভোক্তা অধিকারের সহকারী পরিচালকের ০১৩১৮-৩৯৬৯৭৭ এই নম্বরে অসংখ্যবার যোগাযোগ করার চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।