১লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলা জমে ওঠেছে বেশ। লেখকদের লেখনির মাধ্যমে বিভিন্ন প্রকাশনা এনেছে নতুন নতুন বই। লেখক জিয়াউল হক একজন বীর মুক্তিযোদ্ধা, গবেষক, কবি কথাসাহিত্যিক। তার লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের উপন্যাস ও গবেষণা বিষয়ক ৭টি বই বেরিয়েছে এবার বইমেলায়। বইটি এনেছে সাহিত্যদেশ প্রকাশনা। ৭ ফেব্রুয়ারি থেকে সাহিত্যদেশের ২৩৫/২৩৭ নম্বর স্টলে পাওয়া যাবে ‘শত মুক্তিযোদ্ধার বিজয়গাঁথা-৫’ গ্রন্থটি। জিয়াউল হকের মুক্তিযুদ্ধের উপরে রচিত ৭টি বই প্রকাশ পাবে এবারের বইমেলায়।