উড়াল সেতুর পর পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধন করে স্মার্ট বাংলাদেশ রূপান্তরের শুভ সূচনা করেছেন স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠনে জনগনের প্রতি আহবান জানান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী আশরাফ।
৩ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনের অন্যতম উপজেলা দুমকী উপজেলার উপজেলা পরিষদের অর্ডিটরিয়ামে অসহায় দুঃস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের উপস্থাপনায় প্রধানমন্ত্রীর পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলী আশরাফের নিজ উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে অনদের মধ্যে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সালাম, সহ-সভাপতি আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, সহ-সভাপতি সুলতান আহমেদ মোল্লা, সহ-সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাঈনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।
এ সময় পাঁচ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে বলে জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীমুজ্জামান কাসেম জানান।