১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন

আগের সংবাদ

বায়ুদূষণে ষষ্ঠ দিনেও শীর্ষে ঢাকা

পরের সংবাদ

পটুয়াখালীতে পুষ্টি ও স্বাস্থ্য সেবা বিষয় সচেতনতামূলক মেলা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:৪৪ অপরাহ্ণ

কমিউনিটির নাগরিকদের ওয়াস, পুষ্টি ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের বিদ্যমান সেবাসমূহের বিষয়ে অবহিতকরণ, সঠিক তথ্য ও সেবাসমূহ সম্পর্কে সচেতনতামূলক মেলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
২৫ জানুয়ারি বুধবার সকালে পটুয়াখালী সদর উপজেলা প্রাঙ্গনে পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ম্যাক্স ফাউন্ডেশন-বাংলাদেশ ও সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এর আয়োজনে মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে ও এসডিএ-এর প্রজেক্ট ম্যানেজার শামিমা নাসরিনের উপস্থাপনায় অনুষ্ঠানে মেলার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বক্তব্য রাখেন ম্যাক্স ফাউন্ডেশন-বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান সালমা জাহান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. এখলাছুর রহমান, এসডিএ’র নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন। আলোচনা শেষে স্টল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।