পাগলা মহিষের আক্রমণে আ.লীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

আগের সংবাদ

মাকে গর্ভপাতের অনুুমতি দিলেন বম্বে হাইকোর্ট

পরের সংবাদ

সফররত এমডির সঙ্গে নেতাদের বৈঠক

বিশ্বব্যাংকের সহযোগিতা চায় বিজিএমইএ

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩ , ১১:৪৪ পূর্বাহ্ণ

বিশ্বব্যাংকের অর্থায়ন সহযোগিতা চেয়েছে বিজিএমইএ। পোশাক খাতের ছোট-মাঝারি কারখানা (এসএমই) যাতে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে পারে তার জন্য এ সহযোগিতা চাওয়া হয়েছে।

সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ফন ট্রটসেনবার্গের সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

২৩ জানুয়ারি সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিএমইএ জানায়, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার, বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক প্রমুখ।

বিজিএমইএ নেতাদের মধ্যে ছিলেন পরিচালক আব্দুল্লাহিল রাকিব, নীলা হোসনে আরা, ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ, ইউডি-বিষয়ক সেলের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।

বিজিএমইএ সভাপতি বৈঠকে বলেন, এসএমই কারখানাগুলো টেকসই উন্নয়নে অর্থায়নের সংকটে আছে। অর্থায়ন পেতে বিভিন্ন বিধিবিধানের কারণে প্রচলিত অর্থায়ন স্কিম থেকে ঋণ নিতে পারে না।

এ ধরনের কারখানা যাতে স্বল্প অর্থায়নে সামর্থ্য বাড়াতে পারে এবং প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পারে সে জন্য বিশ্বব্যাংকের সহায়তা চান তিনি।

পোশাক খাতের বর্তমান পরিস্থিতি এবং আগামীর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের পর বাংলাদেশের পোশাক রপ্তানিতে যে ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, তার ওপর আলোকপাত করেন বক্তারা।

বিষয়: