৩০ শতাংশ খরচ কমল হজে যাওয়ার

আগের সংবাদ

আমাদের যে রোডম্যাপ আছে সে অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি : সিইসি

পরের সংবাদ

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ , ১১:১৯ পূর্বাহ্ণ

রাজশাহীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকালে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, মেঘ কেটে যাওয়ায় গতকাল থেকে তাপমাত্রা হঠাৎ কমে গেছে। সামনের দুই-তিনদিন তাপমাত্রা আরও কমবে। এতে শীতের মাত্রা বাড়বে।
বুধবার সকালে সূর্যের দেখা মিললেও তেজ ছিল কম। উত্তরের কনকনে হিমেল হাওয়া ঘণ্টায় ৬-৭ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।