ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

আগের সংবাদ

৩০ শতাংশ খরচ কমল হজে যাওয়ার

পরের সংবাদ

শরীয়তপুরের জাজিরায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ

নিহত ৬ জনের ৪ জনের বাড়ি বাউফলে

আলতাফ হোসেন জাকির

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩ , ১০:১১ পূর্বাহ্ণ

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকায় একটি গ্যাস বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৬ জন নিহত হয়।
মরদেহ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জ্বিলানি (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৯) ও মাসুদ রানা (৩০)। মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ।
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এনামুল হক সুমন জানান, আমরা হঠাৎ খবর পাই পদ্মা সেতু এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার গাড়ি নিরাপদ স্থানে নিয়ে যাই। মরদেহগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
তিনি জানান, নিহত রবিউল ইসলামের (২৯) পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাড়ি ঢাকা উত্তর সিটি করপোরেশনের তালতলার খিলগাঁও এলাকায়।
পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ জানান, হঠাৎ করেই থানার পাশে বিকট চিৎকার চেচামেচি শুনতে পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের নিয়ে গাড়ি ও লাশগুলো উদ্ধার করি।
হাইওয়ে ফরিদপুর সার্কেল এএসপি মো. মারুফ হাসান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ থানা পুলিশকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে এনে সুরতহাল করেছি। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এসে পৌঁছলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।