লিসা মেরি প্রিসলি পরলোকে

আগের সংবাদ

পটুয়াখালীতে ভাস্কর্য ভাঙায় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ, আটক এক

পরের সংবাদ

পটুয়াখালীর আজাদ ফার্মেসির কনিষ্ঠ পরিচালক সাদিকের জানাজায় মানুষের ঢল…

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩ , ১১:১৩ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে স্বনামধন্য ঔষধের ব্যবসা প্রতিষ্ঠান আজাদ ফার্মেসী লিঃ-এর কনিষ্ঠ পরিচালক মো. সাদিকুর রহমান সাদিকের জানাজায় মানুষের ঢল।
শুক্রবার ১৩ জানুয়ারি পুরাতন আদালত মাঠে বাদ জুম্মা পটুয়াখালীর স্বনামধন্য ঔষধের ব্যবসা প্রতিষ্ঠান আজাদ ফার্মেসী লিঃ-এর পরিচালক জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির অন্যতম পরিচালক ইসতিয়াক আহমেদ রাহাতের কনিষ্ঠ সহোদর আাজাদ ফার্মেসির কনিষ্ঠ পরিচালক মো. সাদিকুর রহমান সাদিকের জানাজায় হাজার হাজার মুসুল্লী অংশগ্রহণ করেন। জানাজা নামায পরিচালনা করেন বড় জামে মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ মাওলানা মো. আবু সাঈদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য শাহ জালাল বাচ্চু মোল্লা, মরহুমের বড় ভাই বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ রুবি, বখতিয়ার উদ্দিন মুরাদ ও আব্দুর রহমান রিয়াজসহ স্তানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজার হাজার মুসুল্লী। জানাজা শেষে মরহুম সাদিকের কফিনে পুষ্পস্তাবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান ৯৩’সারথী বন্ধুরা, জেলা ঔষধ ব্যবসায়ী সমিতি ও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি চিকনিকান্দি ইউনিয়নের সাবেক চয়ারম্যান শিপলু খানসহ অন্য ব্যক্তিবর্গ। তাকে (সাদিক) পৌর মুসলিম গোড়স্থানে দাফন করা।
উল্লেখ্য, ১২ জানুয়ারি বৃহষ্পতিবার রাত ৯.৩০ মিঃ সময় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সড়কস্ত বাসভবনে আকস্মিকভাবে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করে (ইন্নালিল্লালি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।