পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৬ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক পেল ৩২ জন দরিদ্র নারী-পুরুষ।
৭ জানুয়ারী শনিবার দুপুরে ফায়ার সার্ভিস রোডের সিটি টাওয়ারে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলিটিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী আশরাফের পটুয়াখালীর অফিস কার্যালয়ে অনুদানের টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আশরাফ। জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিমুজ্জামান কাসেম উপস্থাপনা করেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে ৩২ জনকে চেক প্রদান করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাসান সিকদার, সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুম মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগেও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী আশরাফের আন্তরিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুই শতাধিক নারী-পুরুষের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করে এলাকায় ব্যাপক সমাদৃত হয়েছেন।
আওয়ামী লীগ নেতা আলী আশরাফ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান এনে দেয়ার এ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সাবার কাছে দোয়া চেয়েছেন।