কাঁচের দেয়াল

আগের সংবাদ

বর্ষার ফুল

পরের সংবাদ

নৈঃশব্দের বাতাসে

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: মে ২৫, ২০২০ , ১২:২৭ পূর্বাহ্ণ

 

‘আপনাকে ভালোবাসি…’
স্পষ্ট মৃদুস্বরে বলেছ সেদিন
আমার প্রেম হয়েছিল সার্থক।

সলাজ নয়ন তুলে দেখলাম
অনুরাগে সিক্ত তোমার মুখ।

সেকথা ভাবলে আজও
রোমাঞ্চে ভরে ওঠে বুক।

তবু বলতে পারিনি কখনো-
আমিও তোমায় ভালোবাসি।

এ অনাকাঙ্ক্ষিত অব্যক্ততা,
মর্মে তুমি ব্যথা পেয়ো না।

আমার এ প্রেম শুধু
নৈঃশব্দের বাতাসে ভাসুক।

 

– জামাল উদ্দিন আহমাদ


Warning: Trying to access array offset on value of type null in /home/bnccom/dhakaskynews.com/wp-content/themes/dhakaskynews/panel/sit_style.php on line 131