মানসী প্রকৃতি নতুন সিনেমায়

আগের সংবাদ

চাঁদপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

পরের সংবাদ

প্রথম শেখ রাসেল ইয়ুথ র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৩

ঢাকা স্কাইনিউজ স্পোর্টস

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ , ৮:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও শেখ রাসেল চেস একাডেমির আয়োজনে প্রথম শেখ রাসেল ইয়ুথ র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ স্বর্নাভো চৌধুরী অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। স্বর্নাভো ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে শিরেপা জয় করেন।

ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রানার-আপ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা তৃতীয় ও মোঃ আজমাইন পারভেজ সায়র চতুর্থ স্থান লাভ করেন।

সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে মোঃ সাজিদুল হক পঞ্চম, ওয়ারসিয়া খুশবু ষষ্ঠ ও সাফায়াত কিবরিয়া আযান সপ্তম স্থান লাভ করেন। পাঁচ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে অষ্টম হন তাহমিদুল হক।

পুরস্কার গ্রহণ করছে সাফায়াত কিবরিয়া আযান

বিশেষ পুরস্কার লাভ করেন যথাক্রমে : অনুর্ধ্ব-১৪ আহনাফ রশিদ চৌধুরী, অনুর্ধ্ব-১২ আয়ান রহমান, অনুর্ধ্ব-১০ ওয়ারিসা হায়দার এবং বালিকা- ওয়াদিফা আহমেদ।

৬ জানুয়ারি শুক্রবার সকাল হতে দিন ব্যাপী এ র‌্যাপিড দাবায় অনুর্ধ্ব-২০ বছর বয়সী দাবা ৯৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের (খিলগাঁও) কাউন্সিলর মাহবুবুল আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও শেখ রাসেল চেস একাডেমির উপদেষ্টা মোঃ একরাম মাসুদ।

প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের বিশ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।