গভীর উচ্ছ্বাস

আগের সংবাদ

কাঁচের দেয়াল

পরের সংবাদ

পরিপূরক

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২০ , ১১:৪১ অপরাহ্ণ

 

দু’টি হাত। কত আপন!
একে অপরকে বোতাম লাগিয়ে দেয়,
তারপর দু’হাত মিলে একে একে
গেঁথে দেয় জামার সবগুলো বোতাম।

কালের সূচনা হতে এমনি করে আজও
মানুষ ও প্রকৃতির সমুদয় বস্তু
একে অপরের পরিপূরক হয়ে
বিশ্ব-প্রকৃতিতে বিরাজমান।

 

– জামাল উদ্দিন আহমাদ