বড় ভুলের শাস্তি পাচ্ছেন শ্রাবন্তী

আগের সংবাদ

রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

নিরাপত্তার দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎকদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ , ৫:৩৯ অপরাহ্ণ

পটুয়াখালী মেডিকেল কলেজে নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন পালিত হয়।
গতকাল ২ জানুয়ারি মেডিকেল কলেজের সামনে ল্যাডিস ইন্টার্ন ও বয়েজ ইন্টান হলের নিরাপত্তার জন্য তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় দিনে ইন্টার্ন চিকিৎকদের মানববন্ধন কর্মসূচি পালিত।
পটুয়াখালী মেডিকেল কলেজ সামনে সিকিউরিটি গার্ড, হলের চারপাশে সু-রক্ষা দেয়াল নির্মাণ ও সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন ইন্টার্ন চিকিৎসক ডাঃ অদিতি বসু, ডাঃ মেহেদী, ডাঃ নিলিমা, ডাঃ রুহি, ডাঃ নয়ন প্রমুখ। মানববন্ধনে দুটি হলের ইন্টার্ন চিকিৎসকগণ অংশগ্রহণ করেন। আন্দোলনের প্রথমদিন ১ জানুয়ারি রোববার সকালে দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়কের কাছে পৃথক পৃথক পেশ করা হয়েছে বলে আন্দোলনের ফ্রন্ট লাইনের ইন্টার্ন চিকিৎসক ডাঃ অদিতি বসু জানান।