চার জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

আগের সংবাদ

‘শেখ হাসিনাকে উৎখাতে বাম-ডান সবাই উঠে পড়ে লেগেছে‌’

পরের সংবাদ

নেত্রকোনায় দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২ , ২:১৬ অপরাহ্ণ

নেত্রকোনায় দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার সকালে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন ও আলোচনা সভা হয়।

জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এ সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনায়ও জেলা প্রশাসনের বাস্তবায়নে দুই দিনব্যাপী এ সাহিত্য মেলার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সাহিত্য মেলা উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আলোচনা সভার শুরুতেই বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধনী সূচনা করা হয়।

পরে পাবলিক হলে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল, অবসরপ্রাপ্ত সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শামীম খান, বাংলা একাডেমির পান্ডুলিপি সম্পাদক আবু শামছ মোহাম্মদ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান ও জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম (জিপি) প্রমুখ।