হামলার জন্য রাশিয়ার ইস্কান্দার এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত

আগের সংবাদ

উদ্বোধনের অপেক্ষায় মেট্রোরেল

পরের সংবাদ

পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম

ভোক্তা অধিকার সংরক্ষণে ক্রেতা-বিক্রেতাসহ সবাইকে সচেতন হতে হবে

আলতাফ হোসেন জাকির

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২ , ১:১৭ অপরাহ্ণ

পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বলেছেন, দেশের স্বার্থে, জনগণের কল্যাণে এবং ক্রেতা ও বিক্রেতাসহ সর্বস্তরের মানুষের স্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারী ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠনসমূহকে জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

২৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা ক্যাব-এর সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সরদার আব্দুর রশিদ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার নবাগত সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা বেকারি দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাসেদ খান, ঔষধ মালিক সমিতির সভাপতি ইশতিয়াক আহমেদ রাহাত, চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারেক প্রমুখ।

স্বাগত বক্তব্যে সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, জানুয়ারী- ২০২২ হতে ডিসেম্বর-২০২২ পর্যন্ত জেলার ১৪৮টি বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে ৩৩২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৯৩ লক্ষ ২’শ ৫০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে আদায়কৃত জরিমানা ৪৭ হাজার টাকা ও অভিযোকারীকে প্রদত্ত টাকা ১১,৭৫০ টাকা প্রদান করা হয়েছে।

শাহ শোয়াইব মিয়া আরো জানান, জেলায় উক্ত সময়ে বিভিন্ন ব্যবসায়ী সমিতি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদেরকে নিয়ে সেমিনার, গণশুনানি ও মতবিনিময় সভা করা হয়। এছাড়া নাগরিকদের মাঝে অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কিত লিফলেট, পাম্পলেট এবং স্টিকার বিতরণ ও ভোক্তাদের নিকট থেকে ২২টি লিখিত অভিযোগের মধ্যে ২১টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।