গোপন অভিসার

আগের সংবাদ

পরিপূরক

পরের সংবাদ

গভীর উচ্ছ্বাস

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: মে ২৪, ২০২০ , ১১:০৪ অপরাহ্ণ

 

তুমি যা পছন্দ কর-
খেতে পড়তে চলতে বলতে
আমিও তাই পছন্দ করি
তবু এতো বিরাগ কেন?

তুমি আজ কলেজগামী ছাত্রী
আমি মধ্যবিত্ত পিতার সংসারে
এক শক্ত বাহু।

জীবনযুদ্ধের ক্লান্তি-অবসাদ
তুমি সব মুছে দিতে পার।

তুমিই ফুলশোভায় সাজাতে পার
আমার কর্ষিত আঙিনা।

তুমি কত শান্ত!
অথচ জানি- তোমার ভেতর আছে
গভীর উচ্ছ্বাস।

 

– জামাল উদ্দিন আহমাদ