সংঘর্ষে আহত ৬০, সাংবাদিকদের ওপর হামলা

আগের সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনার বিকল্প নাই

পরের সংবাদ

পটুয়াখালীতে গ্লোবাল কেয়ারের উদ্যোগ

মানসিক স্বাস্থ্য সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

আলতাফ হোসেন জাকির

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ , ২:৩১ অপরাহ্ণ

পটুয়াখালী জেলা শহরে গ্লোবাল কেয়ারের উদ্যোগে কিশোর-যুবকদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর শুক্রবার বিকেলে ১০০ নম্বর দক্ষিণ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন জার্মানি নাগরিক ম্যাথিয়াজ। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন মামুন বিল্লাহ্।

মামুন বিল্লাহ্ বলেন, আমাদের দেশের কিশোর-যুবকরা মানসিকভাবে অনেক পিছিয়ে আছে। পিছিয়ে পড়া কিশোর-যুবকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে। প্রত্যেকেই যাতে ভিতরের শক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে- এটিই হলো আমাদের সেমিনারের মূল উদ্দেশ্য।

সেমিনারে অংশগ্রহণকারী ফারিদ আহমদ বলেন, গ্লোবাল কেয়ার আমাদের মতো কিশোর-যুবকদের নিয়ে কাজ করতে আগ্রহী। সামাজিক ও মানসিক সচেতনতা তৈরি এবং ভবিষ্যতের জন্য তাদের সুন্দরভাবে গড়ে তোলার প্রয়াসে কাজ করছে গ্লোবাল কেয়ার । মানসিক প্রতিবন্ধকতার কারণে যেন কোন কিশোর-যুবককে অন্ধকারে হারিয়ে না যায়, সে বিষয়টি মূলত এ সেমিনারের মাধ্যমে শিক্ষা দিয়েছে।

সেমিনারে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সজল, ফারিদ আহমেদ, সায়েম, সৌরভ, মহিম, মেহেদী ও পলাশ প্রমুখ।