তোমাদের পদছন্দে মুখরিত হতো
যে উঠোন আঙিনা
প্রেমের ফুল ফুটতো কাননে-
এক যুগ পর সেখানে গিয়েছিলাম
তোমরা কেউ নেই
নিষ্প্রাণ যেন সেই বাড়িঘর।
তোমার অবগাহনে যে পুকুরের জল
নৃত্য করতো ছন্দে ছন্দে
সে জলে আজ উচ্ছ্বলতা নেই।
যে বনে তুমি ফুল কুড়োতে
কিশোরী ওড়নায়
সে অরণ্যে আজ ঝড়াফুল কাঁদে।
– জামাল উদ্দিন আহমাদ