সিলিন্ডারবোঝাই ভ্যান উল্টে নিহত ২

আগের সংবাদ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ আবার পেছাল

পরের সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর বিআরটিসি বাস

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২২ , ১২:১৪ অপরাহ্ণ

বরগুনা জেলার পাথরঘাটায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়ে। ১৮ জুলাই সোমবার রাত তিনটার দিকে বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কিরণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়লে বাসের চালক ও হেলপার পালিয়ে যান। পদ্মা সেতু চালু হওয়ার পর বাসটি পাথরঘাটা-ঢাকা সড়কপথে চলাচল করছিল।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনার সময় মাত্র তিনজন যাত্রী থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই বাড়ির মালিক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, রাতে আশপাশের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।