জেলেরা পদ্মায় জাল ফেলে প্রচুর ইলিশ মাছ পাওয়ায় বাজার সয়লাব হয়েছে ইলিশে। ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে ২৫ অক্টোবর মধ্যরাত থেকে পদ্মায় আবার ইলিশ ধরা শুরু হয়েছে। জালে প্রচুর ইলিশ পেয়ে খুশি জেলেরা।
অনেক দিন পর বাজারে ইলিশ মাছ আসায় ক্রেতারা ভিড় করছেন মাছের বাজারে। আজ সকালে দৌলতদিয়া মাছবাজার ও গোয়ালন্দের পৌর জামতলাবাজারে গিয়ে প্রচুর ইলিশ দেখা যায়।
মাছ কিনতে আসা ক্রেতারা জানান, এখন বাজারে এক কেজি ওজনের ইলিশ ৪০০ টাকায় কেনা যাচ্ছে। বাজারে ইলিশ বিক্রেতারাও প্রচুর বেচাকেনা করতে পেরে খুশি।