পাথরের সংলাপ

আগের সংবাদ

নিকসিত প্রেম

পরের সংবাদ

ঝড়ের বলাকা

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: মে ২৪, ২০২০ , ৬:৫৮ অপরাহ্ণ

 

বসন্তে কোকিল ডাকে
বর্ষায় যে ডাকে না-
সে জন্যে আক্ষেপ নেই মোটেও।

হর্ষের গগনে পায়রা ওড়ে
বিষাদে যে ওড়ে না-
তাতেও ক্ষোভ নেই আমার।

কারণ, এমন চাই না কভু-
আমার প্রজ্বলিত দাবাগ্নিতে
বিদগ্ধ হোক
কোন বিহঙ্গের হৃদয়-পালক।

সুদূর আকাশে ঝড়ের বলাকা
আমাকে যেন খুঁজে পায়-
তাতেই আমি তৃপ্ত।

 

– জামাল উদ্দিন আহমাদ