প্রতিরক্ষা খাতে নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়েনি: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

আগের সংবাদ

ইরাকের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হাশ্‌দ আশ শাবির সামরিক কুচকাওয়াজ; রয়েছে সুস্পষ্ট বার্তা

পরের সংবাদ

ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীও ভূমিখেকো: হামাস

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২১ , ৯:৩১ অপরাহ্ণ

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, দখলদার ইসরাইলের আগের শাসকদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কোনো পার্থক্য নেই।

পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ইসরাইলের নয়া প্রধানমন্ত্রীও তার পূর্বসূরিদের মতো ফিলিস্তিনিদের আরও বেশি ভূমি দখল করতে চায়।

আব্দুল লতিফ আল কানু বলেন, বেনেত এরিমধ্যে বাস্তবে প্রমাণ করেছেন তিনি তার পূর্বসূরিদের চেয়ে আলাদা নন। তিনি আরও বলেন, পশ্চিম তীরের সর্বত্র গণপ্রতিরোধ ও ইন্তিফাদা জোরদার করাই হচ্ছে দখলদারদের আধিপত্য ও উপশহর নির্মাণ পরিকল্পনা ঠেকানোর সর্বোত্তম উপায়।

আল কানু আরও বলেছেন, পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের আরও ৩১টি প্রকল্প অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভা। এ থেকে প্রমাণিত হয় ইসরাইলের নাফতালি বেনেতের সরকার উগ্রপন্থী এবং তারাও ফিলিস্তিনি ভূমি গ্রাস ও প্রকৃত বাসিন্দাদের উৎখাতের নীতিতে বিশ্বাসী।

গত বুধবার ইসরাইলের মন্ত্রিসভা পশ্চিম তীরে ৩১টি ইহুদি উপশহর নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে। ক্ষমতা গ্রহণের পর নাফতালি বেনেতের মন্ত্রিসভা এই প্রথম এ সংক্রান্ত বিল অনুমোদন করল। সূত্র : পার্সটুডে