রুশ গুলি ও বোমার পর পালিয়েছে ব্রিটিশ যুদ্ধ জাহাজ; বেড়েছে উত্তেজনা

আগের সংবাদ

থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারো বিক্ষোভকারীরা রাজপথে

পরের সংবাদ

মসজিদুল আকসা সম্পর্কে নীরবতার অর্থ দখলদারিকে সমর্থন : বাহরাইনের শীর্ষ আলেম

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২১ , ৯:৩৭ অপরাহ্ণ

মসজিদুল আকসা ও পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে যেসব আলেম নীরব রয়েছে তারা পরোক্ষভাবে দখলদারদের সহযোগিতা করছে। এ কথা বলেছেন বাহরাইনের প্রভাবশালী আলেম শেইখ ঈসা কাসেম।

আজ (বৃহস্পতিবার) কোম শহরে ‘সোর্ড অব কুদস, প্রতিরোধ ফ্রন্ট ও মসজিদুল আকসা রক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেছেন, পবিত্র স্থানগুলো রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে। জাহিলিয়াতের যুগের মতো আচরণ করলে চলবে না।

শেখ ঈসা কাসিম আরও বলেন, পবিত্র স্থানগুলোর অবমাননা দেখেও কোনো জাতি নীরব থাকলে তা গ্রহণযোগ্য নয়। এই নীরবতার অর্থ হলো ঈমানি দায়িত্ব পালন না করা।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আলেমদেরকে প্রতিরোধ সংগ্রামের জন্য প্রস্তুত করতে হবে এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ইরানের পবিত্র কোম শহরে আজ ‘সোর্ড অব কুদস, প্রতিরোধ ফ্রন্ট ও মসজিদুল আকসা রক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বিভিন্ন দেশের বিশিষ্ট আলেমরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এই সম্মেলনে বক্তব্য রাখছেন। সূত্র : পার্সটুডে