ইহুদিবাদীদের পতাকা মিছিল ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনের বিভিন্ন দল ও সংগঠন আজ (বুধবার) এক যৌথ বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের ইন্তিফাদা ইহুদিবাদীদেরকে তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়নের সুযোগ দেয়নি। গোটা ফিলিস্তিনি জাতি মাঠে ছিল, এ কারণে বিজয় এসেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, উগ্র ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযান এবং ইন্তিফাদা থেকে যে তিক্ত অভিজ্ঞতা অর্জন করছে তা তাদেরকে মিছিলের পথ পরিবর্তনে বাধ্য করেছে। ফিলিস্তিনিদের প্রতিরোধের কারণে যেভাবে ইচ্ছে সেভাবে পতাকা মিছিল করতে পারেনি ইহুদিবাদীরা।
ফিলিস্তিনিরা কখনোই বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার অবমাননা সহ্য করবে না বলে বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
গতকাল ইহুদিবাদীরা বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে উসকানিমূলক পতাকা মিছিল বের করে। ইহুদিবাদীরা মিছিল নিয়ে প্রথমে জেরুজালেমের ওল্ড সিটিতে প্রবেশের একটি গেইটে হামলা চালায়। এরপর অন্যদিকে চলে যায়।
যেকোনো অবমাননাকর পরিস্থিতি মোকাবেলায় ফিলিস্তিনিরা আগে থেকেই প্রস্তুত ছিল। সূত্র : পার্সটুডে