ইরাকে তুর্কি দখলদারিত্বের অবসান ঘটাতেই হবে: ইরাকি সিনিয়র সংসদ সদস্য

আগের সংবাদ

নিষেধাজ্ঞার প্রভাব শূন্যে নামিয়ে আনতে চান ইরানের প্রেসিডেন্ট প্রার্থী

পরের সংবাদ

আবার আল-আকসা মসজিদে হামলা হলে পাল্টা ব্যবস্থা: প্রতিরোধ আন্দোলন

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২১ , ৯:০৩ অপরাহ্ণ

ফিলিস্তিনের সম্মিলিত ইসলামি প্রতিরোধ ফ্রন্ট বলেছে, পবিত্র আল-আকসা মসজিদে আবার যদি ইহুদিবাদী ইসরাইল হামলা চালায় তাহলে তারাও পাল্টা জবাব দেবে। প্রতিরোধ ফ্রন্ট বলেছে, তারা যেকোনো সময় ইসরাইলি আগ্রাসন ও অপরাধের জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

গতকাল (সোমবার) ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর জয়েন্ট রুম থেকে প্রকাশিত এক বিবৃতিতে সাম্প্রতিক অপারেশন কুদস সোর্ডের প্রশংসা করে বলা হয়েছে- ঐক্য, সৌহার্দ্য এবং প্রতিরোধের বিভিন্ন উপায় অবলম্বন করে ফিলিস্তিনিরা শত্রুদের পরাজিত করেছে যার অর্থ হচ্ছে তারা আবার ফিলিস্তিনিদের ওপর নতুন সমস্যা চাপিয়ে দেবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে- ইহুদিবাদী শত্রুরা সম্পূর্ণ ভুল হিসাব করেছিল যে, তারা সঠিক সময়ে তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অগ্রসর হতে পারবে কিন্তু তারা চূড়ান্ত এবং শক্ত প্রতিরোধের মুখে পড়েছে।

“প্রতিরোধ আন্দোলনগুলো পবিত্র আল-কুদস ও আল-আকসা মসজিদ রক্ষা করার জন্য গত কয়েক বছরে শক্তি অর্জন করেছে, এখন প্রতিরোধ আন্দোলনগুলো চুপ করে বসে থাকবে না; তারা ইহুদিবাদী সেনাদের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। এবারের যুদ্ধে ১৯৪৮ সালের আগের ভূখণ্ডের অধিবাসীরা ইহুদিবাদীদের চক্রান্ত নস্যাৎ করেছে। ফিলিস্তিনিরা এবার পরিষ্কার করে দিয়েছে যে, যেকোনো পরিস্থিতিতে তারা আল-কুদস এবং সেখানকার পবিত্র স্থাপনাগুলো রক্ষার জন্য প্রস্তুত রয়েছে। ফিলিস্তিনিদের চূড়ান্ত প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত শত্রুরা পরাজিত হয়েছে এবং আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে।” সূত্র : পার্সটুডে