ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে সতর্ক থাকবে আমেরিকা: মার্কিন অর্থমন্ত্রী

আগের সংবাদ

ইরাকে তুর্কি দখলদারিত্বের অবসান ঘটাতেই হবে: ইরাকি সিনিয়র সংসদ সদস্য

পরের সংবাদ

পর পর ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

ঢাকা স্কাইনিউজ রিপোর্ট

প্রকাশিত: জুন ৭, ২০২১ , ৮:১৩ অপরাহ্ণ

সিলেটে আজ পর পর দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ২৯ ও ৩০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে নগরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। নগরের লোকজন বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে প্রাথমিকভাবে সিলেটের আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে তথ্য জানাতে পারেনি।

গত ৩০ মে সিলেটে চার দফা ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন সকাল ১০টা ৩৬ মিনিট ৫০ সেকেন্ডে প্রথম দফা, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে দ্বিতীয় দফা, ১১টা ৩০ মিনিটে তৃতীয় দফা এবং ১টা ৫৮ মিনিট ৪০ সেকেন্ডে চতুর্থ দফা কম্পন অনুভূত হয়।

বিষয়: