ইসরাইলের পতনের চিহ্নগুলো স্পষ্ট হয়ে উঠেছে: ইরানের সেনাপ্রধান

আগের সংবাদ

ইসরাইলের দুই শহরে ৫ মিনিটে ১৩৭টি রকেট মেরেছে হামাস

পরের সংবাদ

কাবুল বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, বেশিরভাগই ছাত্রী

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২১ , ১১:১৬ অপরাহ্ণ

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলের পাশে যে ভয়াবহ বোমা হামলা হয়েছে তাতে মৃতের সংখ্যা বেড়ে ৫৮-তে দাঁড়িয়েছে। আফগান সরকারি কর্মকর্তারা মৃত্যুর এ সংখ্যা নিশ্চিত করেছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নার্স এবং ডাক্তাররা ১৫০ জন আহত ব্যক্তির চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এসব আহত ব্যক্তির বেশিরভাগই স্কুলছাত্রী যারা বোমা হামলায় সংকটাপন্ন অবস্থায় পড়েছে।

বোমা হামলায় আহত এক ছাত্রী

গতকাল (শনিবার) কাবুলের পশ্চিমে শিয়া অধ্যুষিত দাশতে বারচি এলাকার একটি স্কুলের সামনে এই বোমা হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা হামলায় বেশিরভাগই স্কুলছাত্রী হতাহত হয়েছে। তারা স্কুল শেষে বাড়ি ফেরার সময় বোমা হামলার শিকার হয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। সূত্র : পার্সটুডে