ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ মুজাহিদদের হৃদয়-মনকে নাড়া দিয়েছে: ইসলামী জিহাদ

আগের সংবাদ

ইসরাইলের পতনের চিহ্নগুলো স্পষ্ট হয়ে উঠেছে: ইরানের সেনাপ্রধান

পরের সংবাদ

‘সৌদি আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার হলেই ইয়েমেনিরা অভিযান থামাবে’

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২১ , ১০:৩৫ অপরাহ্ণ

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, সৌদি আরব এবং তার মিত্ররা যখন ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন বন্ধ করবে এবং সর্বাত্মক অবরোধ তুলে নেবে তখন তার দেশের সামরিক বাহিনীও সৌদি আরবের বিরুদ্ধে হামলা বন্ধ করবে।

আল-বুখাইতি বলেন, সৌদি আরবের ওপর ইয়েমেনি বাহিনীর হামলা এবং ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশ মুক্ত করার লড়াই সম্পর্কে শিল্পোন্নত সাত দেশের সংগঠন জি-সেভেনের মন্ত্রীরা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন অথচ ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন, অবরোধ এবং দখলদারিত্ব সম্পর্কে তারা চোখ বন্ধ করে রয়েছেন।

ইয়েমেনে সৌদি আগ্রাসন

মোহাম্মদ আল-বুখাইতি আজ (শনিবার) এক টুইটার পোস্টে এসব কথা বলেছেন। জি-সেভেনের এই বিবৃতিকে তিনি আন্তর্জাতিক মোনাফেকি বলে মন্তব্য করেন।

এছাড়া, সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংঘাতের রাজনৈতিক সমাধানের পথ খুঁজছেন বলে মন্তব্য করেছেন সে সম্পর্কেও সন্দেহ প্রকাশ করেন মোহাম্মদ আল-বুখাইতি। তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট শান্তির বিষয়ে সত্যিই যদি আন্তরিক থাকে তাহলে তাদের কথায় ও কাজে মিল থাকতে হবে। সূত্র : পার্সটুডে