‘সিরিয়ায় রাশিয়ার বৈধ উপস্থিতির সমালোচনা করার অধিকার আমেরিকার নেই’

আগের সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ মুজাহিদদের হৃদয়-মনকে নাড়া দিয়েছে: ইসলামী জিহাদ

পরের সংবাদ

পাকিস্তানজুড়ে কুদস দিবস পালিত: নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২১ , ১০:১৭ অপরাহ্ণ

পাকিস্তানজুড়ে আন্তর্জাতিক কুদস দিবস পালিত হয়েছে। এদিন পাকিস্তানের মুসলমানেরা নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে মিছিল সমাবেশ করেন। তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের লড়াইয়ের প্রতিও সমর্থন জানান।

কুদস দিবস উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন গাড়ি এবং মোটর শোভাযাত্রা বের করে। বিভিন্ন শহরে লোকজন মিছিল সমাবেশ করে। রাজধানী ইসলামাবাদে হাজার হাজার রোজাদার মুসলমান জুমা নামাজের পর গাড়ি নিয়ে শহরের কেন্দ্রস্থল থেকে সংসদ ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মার্চ করেন। তবে এসব মিছিল-সমাবেশ ও শোভাযাত্রায় করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি সম্পর্কিত সরকারি নির্দেশনা অনুসরণ করা হয়।

করোনাভাইরাসের কারণে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও পাকিস্তানের জনগণ বিভিন্ন শহরে ফিলিস্তিনি জনগণ ও পবিত্র আল-কুদসের প্রতি সমর্থন এবং সংহতি জানিয়ে মিছিল সমাবেশ করেন। এ সমস্ত সভা-সমাবেশে শিয়া-সুন্নি নির্বিশেষে সব মাজহাবের মুসলমান অংশ নেন। তারা ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ ও বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কুদস দিবস উপলক্ষে মোটর শোভাযাত্রা বের করে পাকিস্তানিরা

পাকিস্তানের ৩০টি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের জোট ন্যাশনাল সলিডারিটি কাউন্সিল অব পাকিস্তান এবং মজলিস ওয়াহাদাতে মুসলিমিন ও ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশনের শীর্ষ নেতারাও কুদস দিবসের কার মার্চে অংশ নেন। এতে অংশ নেয়া লোকজন নানা ধরনের বিশেষ করে ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানির ছবি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন।

সমাবেশে নেতারা বলেন, ফিলিস্তিনকে মুক্ত করতে হলে এবং ইহুদিবাদী ইসরাইলের শয়তানি ষড়যন্ত্র রুখতে হলে মুসলিম শাসকদের ঐক্যবদ্ধ হতে হবে। ফিলিস্তিনি জনগণের সমস্যা সমাধানের জন্য তাদের সমস্যার প্রতি আরো বেশি মনযোগ দেয়া দরকার। সূত্র : পার্সটুডে