জি-সেভেনের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করল চীন

আগের সংবাদ

পাকিস্তানজুড়ে কুদস দিবস পালিত: নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি

পরের সংবাদ

‘সিরিয়ায় রাশিয়ার বৈধ উপস্থিতির সমালোচনা করার অধিকার আমেরিকার নেই’

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২১ , ১০:২৫ অপরাহ্ণ

সিরিয়ায় রাশিয়ার সামরিক ভূমিকার ব্যাপারে আমেরিকা যে সমালোচনা করেছে তা কঠোর ভাষায় নাকচ করে দিয়েছে মস্কো।

আমেরিকায় অবস্থিত রুশ দূতাবাস এক টুইটার পোস্টে বলেছে, সিরিয়ায় আমেরিকার উপস্থিতি অবৈধ এবং তারা রাশিয়ার উপস্থিতি সম্পর্কে কথা বলার কোনো অবস্থানে নেই। রুশ দূতাবাস সুস্পষ্ট করে বলেছে, দামেস্ক সরকারের আনুষ্ঠনিক অনুরোধে মস্কো সিরিয়ায় সেনা পাঠিয়েছে।

রুশ দূতাবাস আমেরিকাকে স্মরণ করিয়ে দিয়েছে যে, সিরিয়ার সম্পূর্ণ বৈধ সরকার সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান জোরদার করার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল।

টুইটার পোস্টে আরো বলা হয়েছে, “আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে, সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি অবৈধ। ফলে সিরিয়ায় রাশিয়ার সামরিক বাহিনী যে বৈধ সামরিক তৎপরতা চালাচ্ছে তার সমালোচনা করার কোনো অধিকার আমেরিকার নেই। সিরিয়ার আমন্ত্রণেই রাশিয়া সেনা পঠিয়েছে।”

দু দিন আগে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল এক প্রতিবেদনে দাবি করেছেন যে, সিরিয়ার উত্তরাঞ্চলে রুশ সেনারা যে অভিযান চালাচ্ছে তা সহিংসতা রোধ করার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এরপর রুশ দূতাবাস কড়া ভাষায় তার প্রতিবাদ করল। সূত্র : পার্সটুডে