আফগান অভিযানের জন্য কাতারে স্ট্যান্ডবাই বি-৫২ বোমারু বিমান

আগের সংবাদ

মিনি অ্যাটাক ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

পরের সংবাদ

সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে ইয়েমেনিদের ড্রোন হামলা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১ , ১০:০২ অপরাহ্ণ

ইয়েমেনিরা আজ (বুধবার) ভোরে আবারও সৌদি আরবের আসির প্রদেশের কিং খালিদ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।

তিনি বলেছেন, ইয়েমেনিদের নিজস্ব ড্রোন ‘কাসেফ কেটু’ ব্যবহার করে সৌদি আরবের কিং খালিদ ঘাঁটিতে আঘাত হেনেছি আমরা। সৌদি আরবের অব্যাহত আগ্রাসন ও অবরোধের পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।

জেনারেল সারি আরও জানান,ইয়েমেনি ড্রোন নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। গত কয়েক মাস ধরে ইয়েমেনের বিমান বাহিনী সৌদি আরবের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বৃদ্ধি করেছে।

এর মধ্যে আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও কিং খালিদ বিমানবন্দর নিয়মিতভাবে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের হামলার শিকার হয়ে আসছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনও চলছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা। ইয়েমেনিরা এই আগ্রাসনের জন্য আমেরিকাকেও দায়ী বলে মনে করে। সূত্র : পার্সটুডে