সিরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আগামী ২৬ মে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল (বুধবার) সিরিয়ার সুপ্রিম সাংবিধানিক আদালতের মাধ্যমে বাশার আসাদ নিজের প্রার্থীতার জন্য অনুরোধ পাঠান। এ তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার জাতীয় সংসদের স্পিকার হামুদা সাবাকাহ।
তিনি বলেন, “সিরিয়ার সামরিক বাহিনী যেভাবে যুদ্ধের ময়দানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে সন্ত্রাসীদের পরাজিত করেছে, তেমনিভাবে আমাদের সবার উচিত হবে এই নির্বাচনে অংশ নিয়ে ষড়যন্ত্রকারীদের হতাশ করা।”
২০০০ সালে বাশার আল-আসাদ প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট হন এবং পরবর্তী সব নির্বাচনেই তিনি বিজয়ী হন। সিরিয়ায় সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৪ সালে
সিরিয়ার আইন অনুসারে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে গেলে প্রার্থীকে অবশ্যই গত দশ বছর সিরিয়াতে বসবাস করতে হবে এবং দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না। সূত্র : পার্সটুডে