পাকিস্তানে ফ্রান্সবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান; নিহত ৩

আগের সংবাদ

আরও এক সপ্তাহ 'সর্বাত্মক লকডাউন'

পরের সংবাদ

সৌদি পরমাণু কর্মসূচি আটকে দিতে বিল আসছে মার্কিন কংগ্রেসে

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ , ৯:৪৩ অপরাহ্ণ

সৌদি আরবের পরমাণু কর্মসূচি যাতে এগুতে না পারে সেজন্য মার্কিন কংগ্রেসে একটি বিল আনা হচ্ছে। এরইমধ্যে বিলের খসড়া তৈরি হয়েছে।

মার্কিন আইন প্রণেতারা মনে করেন সৌদি পরমাণু কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করা। এজন্য সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা করেছে বলে সন্দেহ করা হয়।

সৌদি আরবের সম্ভাব্য পরমাণু অস্ত্র তৈরি প্রতিহত করতে সিনেটর এডওয়ার্ড মারকি এবং জেফারসন মার্কলি খসড়া বিল জমা দিয়েছেন। সঙ্গে রয়েছেন কংগ্রসেম্যান টেড লিউ ও জোয়াকুইন ক্যাস্ত্রো।

যদি এই বিল পাস হয় তাহলে মার্কিন প্রেসিডেন্টকে সেইসব দেশ ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করবে যারা সৌদি আরবকে স্পর্শকাতর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়েছে। পাশাপাশি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিও বন্ধ করতে হবে।

২০২০ সালের আগস্ট মাসে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে, চীনের সহায়তায় সৌদি আরব আল-উলাহ শহরে ইয়োলো কেক তৈরির স্থাপনা প্রতিষ্ঠা করেছে। সূত্র : পার্সটুডে