বাইডেনের প্রস্তাবে রাজি ভ্লাদিমির পুতিন

আগের সংবাদ

পাকিস্তানে ফ্রান্সবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান; নিহত ৩

পরের সংবাদ

‘ইয়েমেনি তেলের জাহাজ আটকের ঘটনায় আমেরিকা-সৌদির সহযোগী হলো জাতিসংঘ’

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ , ১০:১০ অপরাহ্ণ

লোহিত সাগরে যে কয়টি তেলবাহী জাহাজ আটক করেছে সেজন্য জাতিসংঘকে অভিযুক্ত করেছে ইয়েমেনের তেল কোম্পানি। ইয়েমেনের তেল কোম্পানি বলেছে, তাদের জাহাজ আটকের ব্যাপারে জাতিসংঘ হচ্ছে সৌদি আরব ও আমেরিকার সহযোগী শক্তি।

ইয়েমেনের তেল কোম্পানির নির্বাহী পরিচালক আম্মার আল-আযরাই সুস্পষ্ট করে বলেছে, জাতিসংঘের সমর্থন ও পৃষ্ঠপোষকতা নিয়ে মার্কিন-সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের তেল বহনকারী জাহাজ আটকে রেখেছে।

গতকাল (শক্রিবার) ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত জাতিসংঘ কার্যালয়ের বাইরে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে দেয়া বক্তৃতায় আম্মার আল-আযরাই একথা বলেন।

তিনি জানান, ২০২১ সাল শুরুর পর থেকে এ পর্যন্ত একটি মাত্র তেলবাহী জাহাজ হুদাইদাহ বন্দরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। আযরাই সতর্ক করে বলেন, ইয়েমেনের তেলবাহী জাহাজ দেশে ঢুকতে না দিলে দুই কোটি ৬০ লাখ ইয়েমেনি নাগরিকের জীবন হুমকির মুখে পড়বে।

এদিকে, হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনাকারীদের অংশীদার। মা’রিব প্রদেশে সংঘর্ষ বেড়ে যাওয়ার জন্য নিরাপত্তা পরিষদ ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারকে দায়ী করার পর তিনি এই বক্তব্য দিলেন। সূত্র : পার্সটুডে