আফগানিস্তান থেকে আগামী মে মাসের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার না করার সম্ভাব্য পরিণতির বিষয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছে তালেবান গোষ্ঠী।
তারা এক বিবৃতিতে বলেছে, প্রতিশ্রুতি অনুযায়ী মে মাসের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার না হলে তাদের বিরুদ্ধে লড়াই শুরু হবে। তালেবানের বিবৃতিতে সতর্ক করে দিয়ে আরো বলা হয়েছে, কাতারের দোহায় স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করা হলে বড় আকারের যুদ্ধ শুরু হবে যার সম্পূর্ণ দায় নিতে হবে মার্কিন প্রশাসনকে।
মার্কিন কর্মকর্তারা একেক সময় একেক কথা বলছেন বলেও উল্লেখ করেছে তালেবান গোষ্ঠী।
তারা আরও বলেছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এখন আন্তর্জাতিক দাবি। আমেরিকাকে অবশ্যই আফগানিস্তানে সেনা উপস্থিতির অবসান ঘটাতে হবে। তালেবান এখনও দোহা চুক্তি মেনে চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
কাতারের রাজধানী দোহায় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কথিত এক শান্তিচুক্তিতে সই করে তালেবান ও আমেরিকা।
ওই চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনা প্রত্যাহারের কথা বলা হলেও এখন পর্যন্ত সে প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। সূত্র : পার্সটুডে