বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১০

আগের সংবাদ

আমেরিকার পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বার্তা পায় নি ইরান

পরের সংবাদ

বিমানে উঠতে সিঁড়ির ওপর তিনবার হোঁচট খেলেন বাইডেন (ভিডিও)

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২১ , ১১:৪৬ পূর্বাহ্ণ

বর্ষীয়ান নেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিমানে উঠতে গিয়ে ৩ বার হোঁচট খেতে দেখা গেছে। গতকাল শুক্রবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রু থেকে আটলান্টার উদ্দেশে রওনা হচ্ছিলেন তিনি। এ সময় এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে ওঠার সময় হোঁচট খান এই ডেমোক্র্যাট। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বাইডেন ৯ কদম এগিয়ে দশমে পা দিতেই প্রথম হোঁচট খান। এরপর নিজেকে সামলে সামনে যেতে গিয়ে আরও দুইবার একইভাবে পড়ে যান। এরপর অবশ্য আর তেমন কিছু হয়নি। প্লেনের বাকি সিঁড়িগুলো ঠিকমতো পার হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কর্মকর্তাদের যথারীতি স্যালুট দেন তিনি। এই ঘটনার পর হোয়াইট হাউসের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘বাইরে খুব বাতাস ছিল। তিনি শতভাগ ভালো আছেন। দারুণ আছেন।’

বাইডেনের কোনো শারীরিক সমস্যা আছে কি না, হোঁচট খাওয়ার পর ডাক্তার দেখানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউস জানিয়েছে, ‌’তার দরকার পড়েনি’। ৭৮ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। গত নভেম্বরে কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েছিলেন জো বাইডেন। এর আগে ১৯৭৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে এভাবে হোঁচট খেতে দেখা যায়। সেদিন অবশ্য বৃষ্টি ছিল।