ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা করে বলেছেন, বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, আর নির্বাচন এলে ক্যাশ বেলুন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) গড়বেতায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘আম্ফান দুর্যোগের সময়ে আমরা মানুষকে হাজার হাজার কোটি টাকা দিয়েছি। কোথায় ছিলেন নরেন্দ্র মোদি? কোথায় ছিলে বিজেপি? কোথায় ছিল তোমাদের চ্যালা চামুণ্ডারা? ওরা কোথাও ছিল না। নির্বাচন আসলে তখন তোমরা ক্যাশ (নগদ অর্থ) নিয়ে বেরিয়ে পড়। মিথ্যে কথার গ্যাস বেলুন, আর নির্বাচনের সময়ে ক্যাশ বেলুন। হর্স ট্রেডিংয়ের মতো টাকা বিলোয়। এ টাকা কার টাকা? আপনার, আমার, জনগণের টাকা।’
মমতা বলেন, ‘বিজেপি একদিন একটা বিড়ি তিনবার টানতে পারত না। আর আজকে ওদের কোটি কোটি টাকা! নির্বাচন উপলক্ষে বাংলায় যত হোটেল সব বুক হয়েছে। একশোটা ফ্লাইট ভাড়া করেছে। কত হেলিকপ্টার তার ঠিক নেই। হাজার হাজার নেতা বাইরে থেকে এসে ঘুরে বেড়াচ্ছেন, আর ভোট লুঠ করার স্বপ্ন দেখছেন!’
মমতা বলেন, ‘সিপিএমের হার্মাদরা আজকে বিজেপির ওস্তাদ হয়েছে। পচা সিপিএম, ওরাই এখন পচা বিজেপি জঞ্জালের পার্টি। সুতরাং, জোচ্চুরির কারখানা, জোচ্চুরির ফ্যাক্টরিকে যদি জব্দ করতে হয় তাহলে আপনারা তৃনমূলকে একটি ভোট অবশ্যই দেবেন। জোড়া ফুল প্রতীক চিহ্নে অবশ্যই ভোট দেবেন।’
বিজেপি সরকারকে হঠকারী সরকার অভিহিত করে মমতা বলেন, ‘ওরা এনপিআর-এনআরসির (জাতীয় জনসংখ্যা নিবন্ধন-জাতীয় নাগরিক পঞ্জি) নামে মানুষকে দুর্ভোগে ফেলতে চাচ্ছে। অনেক রাজ্য এনপিআরের কাজ শুর করেছে। কিন্তু পশ্চিমবাংলা করতে দেয়নি। আমরা একটা পরিবারকেও হটাতে দেবো না। আমরা একটা পরিবারের গায়েও হাত দেবো না’ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। সূত্র : পার্সটুডে