মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আজ (রোববার) আরও পাঁচজন নিহত হয়েছে।
সাবেক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে আজ অন্তত ৩ জন নিহত হয় বলে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ইয়াঙ্গুনের নিকটবর্তী বাগো শহরে গুলিতে নিহত হয়েছেন এক তরুণ বিক্ষোভকারী। জেড পাথরের খনির জন্য সুপরিচিত উত্তরপূর্বাঞ্চলীয় হপাকান্তে আরেক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে কাচিন ওয়েভ নামের স্থানীয় গণমাধ্যম।
ইয়াঙ্গুনে সহিংসতা বিষয়ক এক ভিডিওতে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হওয়ার সময় শহরটির হ্লাইং থারিয়ার এলাকায় এই বিক্ষোভকারীদের অনেককে ঘরে বানানো ঢাল ধরে থাকতে ও হেলমেট পরিহিত অবস্থায় দেখা গেছে।
ঘটনাস্থলের উপর ব্যাপক কালো ধোঁয়ার আস্তরণও দেখা গেছে। ওই এলাকার দুটি কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত মাসে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলমান আন্দোলনে শনিবার পর্যন্ত ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স। একই সময়ে দুই হাজার ১০০র বেশি মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে প্রতিষ্ঠানটি দাবি করেছে। সূত্র : পার্সটুডে