এশিয়ায় বিশেষকরে জাপানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরিণতির বিষয়ে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (শুক্রবার) বলেছেন, আমেরিকা যদি জাপানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে রাশিয়াও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, এশিয়াসহ বিশ্বের যেকোনো প্রান্তে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে তা গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে। এর ফলে বিশ্বের অস্ত্র প্রতিযোগিতার নতুন অধ্যায় শুরু হবে।
এর আগে আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি এন্তোনোভ বলেছেন, এশিয়া এবং ওশেনিয়ায় আমেরিকা ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে রাশিয়া একই ধরণের পদক্ষেপ নেবে এবং জবাব দেবে।
আমেরিকা ও রাশিয়ার মধ্যে নানা ইস্যুতে টানাপড়েন চলছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। সূত্র : পার্সটুডে