করোনাকালের কথা বিবেচনা করে ফের নির্মিত হচ্ছে ‘আয়নাবাজি’। তবে সিক্যুয়াল সিনেমা নয়, এবার ওয়েব সিরিজে দেখা মিলবে ‘আয়না’র। পর্দায় থাকছেন ‘আয়না’ খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। সঙ্গে নাবিলা ও পার্থ বড়ুয়া। ইতোমধ্যে শুটিংও শুরু হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘আয়নাবাজি’র আয়না, হৃদি এবং ক্রাইম রিপোর্টার সাবেরকে নিয়ে আবারো একটা কিছু করার চেষ্টা করছি। একই নাম, চরিত্র আর গেটআপ ঠিক রেখে শুট করছি। দেখা যাক কী হয়।’ মূলত মানুষকে সচেতন ও সাহস জোগানোর জন্যই পরিচালক-প্রযোজকের এ উদ্যোগ।
প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেন, ‘আমরা চাইছি জনপ্রিয় এই চরিত্রগুলোর মাধ্যমে গল্পের রেশ ধরে মানুষকে আরেকটু সচেতন করার। মানুষের মনে একটু সচেতনতা বৃদ্ধি পেলে, একটু স্বস্তি ফিরে এলেই আমাদের এই নির্মাণ সার্থক হবে।’ জানা যায়, ‘আয়নাবাজি’ ওয়েব সিরিজের পর্বগুলো থাকছে সবার জন্য উন্মুক্ত। আগামী এক সপ্তাহের মধ্যে এগুলো উন্মুক্ত হবে ইউটিউব ও ফেসবুকে।