ভারত মহাসাগরে ইরান, রাশিয়া ও ভারতের যৌথ নৌমহড়া সম্পন্ন

আগের সংবাদ

খেলতে খেলতেই মারা গেলেন ভারতীয় ক্রিকেটার (ভিডিও)

পরের সংবাদ

চীনে সোনার খনিতে আগুন: নিহত ৬

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১ , ৯:৩৪ অপরাহ্ণ

চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি সোনার খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। গতকাল (বুধবার) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ছয়টায় ঝাওইউয়ান শহরের কাউজিওয়া সোনার খনিতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ওই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে ১০ শ্রমিক খনিতে আটকা পড়েন। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিতে সাম্প্রতিক কিছু খনি দুর্ঘটনার প্রেক্ষাপটে অনিরাপদ খনিগুলো বন্ধ করে দেয়ার ব্যাপারে স্থানীয় সরকারের তরফে নতুন প্রচারণা শুরুর ঘোষণা আসছে। মাত্র এক মাসের কিছু আগে এ শহরেই আরেকটি সোনার খনিতে অগ্নিকাণ্ড ঘটে। জানুয়ারির ওই দুর্ঘটনায় হিউশান খনিতে আটকা পড়েছিলেন ১১ শ্রমিক। দুই সপ্তাহ ভূগর্ভে আটকে থাকার পর নাটকীয়ভাবে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।

দুর্ঘটনাটিতে মারা গিয়েছিলেন অন্তত ১০ জন। এসব দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো খনির নিরাপত্তাব্যবস্থা তদারকিতে আরো পরিদর্শনকাজ চালাতে উদ্যোগী হয়েছে। সূত্র : পার্সটুডে