হামলা অব্যাহত থাকলে আগ্রাসীরা কোনভাবেই নিরাপদ থাকতে পারবে না: হুথি আন্দোলন

আগের সংবাদ

সিনেটে ট্রাম্পের বেকসুর খালাস গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায়: বাইডেন

পরের সংবাদ

শুরু হচ্ছে ইরান-রাশিয়া যৌথ নৌমহড়া; ‘এটি একটি স্পষ্ট বার্তা’

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১ , ১০:১৯ অপরাহ্ণ

রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া চালাবে ইরান। খুব শিগগিরই ভারত মহাসাগরের উত্তরে এই মহড়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।

তিনি আরও বলেছেন, রাশিয়া ও ইরানের সামরিক বাহিনীর এই যৌথ মহড়ায় স্পষ্ট বার্তা রয়েছে।

ইরানের নৌবাহিনী এখন যুদ্ধ সরঞ্জাম, মানবশক্তি, পদ্ধতি, কৌশল, নির্দেশনা, নিয়ন্ত্রণ, যোগাযোগ এবং আধুনিকতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর পর্যায়ে পৌঁছেছে বলে তিনি মন্তব্য করেন।

‌ইরানের সাবমেরিন

ইরান যাতে সামরিক দিক থেকে শক্তিশালী হতে না পারে সে লক্ষ্যে ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি জানান। রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, সাগরে নিরাপত্তা প্রতিষ্ঠায় এই মহড়া অনুষ্ঠিত হবে।

গত বছরের শুরুতে ওমান সাগরে যৌথ নৌমহড়া চালিয়েছিল ইরান, রাশিয়া ও চীন। সূত্র : পার্সটুডে