ইয়েমেনের চলমান সংকট নিয়ে আলোচনা করতে ইরান সফরে এসেছেন জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত মার্টিন গ্রিফিত। আজ (রোববার) তিনি তেহরান পৌঁছেছেন। গ্রিফিতের এ সফরের কথা নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০১৫ সালের মার্চ মাস থেকে দেশটিতে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্রদেশ।
তেহরানে অবস্থানকালে গ্রিফিত ইয়েমেন সংকট নিরসনের উপায় নিয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনার জন্য এর আগে ইরান চারদফা পরিকল্পনা তুলে ধরেছে। দারিদ্রপীড়িত আরব দেশটিতে সৌদি আরব আগ্রাসন চালানোর এক মাসের মধ্যে ইরান জাতিসংঘে ওই পরিকল্পনা তুলে ধরে।
ইরানের এ পরিকল্পনায় বলা হয়েছে- দ্রুত ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে এবং মানবিক ত্রাণ বিতরণের ব্যবস্থা, আন্তঃইয়েমেন সংলাপ ও ব্যাপকভিত্তিক সরকার গঠন করতে হবে। সূত্র : পার্সটুডে