ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বাহিনী অত্যন্ত সফলতার সাথে সিস্তান-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের একটি গোপন ঘাঁটিতে অভিযান চালিয়ে অপহৃত দুই সীমান্তরক্ষীকে উদ্ধার করেছে। দুই বছর আগে সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল জোল্ম ইরানের ওই দুই সীমান্তরক্ষীকে অপহরণ করেছিল।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থল শাখার জনসংযোগ দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল (মঙ্গলবার) রাতে ইরানের গোয়েন্দা বাহিনী এই অভিযান চালায়।
২০১৮ সালের অক্টোবর মাসে সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল জোল্ম ইরানের ১২ জন সীমান্তরক্ষীকে অপহরণ করে এবং তাদেরকে পাকিস্তানের অভ্যন্তরে নিয়ে যায়। অপহরণের মাসখানেকের মধ্যে পাঁচজনকে ইরানের কাছে ফেরত দেয়া হয়। ওই বছরের মার্চ মাসে আরো চারজনকে মুক্ত করে আইআরজিসি। সূত্র : পার্সটুডে