আমিরাতের ঝামেলাপূর্ণ ভূমিকা মানবিক সংকট ও অস্থিতিশীলতা সৃষ্টি করেছে: মার্কিন গবেষণা প্রতিষ্ঠান

আগের সংবাদ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে কেন উদ্বিগ্ন বিশ্ব ব্যাংক?

পরের সংবাদ

ট্রাম্পের সঙ্গ ছাড়লেন ৫ আইনজীবী

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২১ , ৯:৫৬ অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষের পাঁচ আইনজীবী বলেছেন, তারা আর ট্রাম্পের পক্ষে লড়বেন না। আইনি কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে মতভেদের কারণে তারা সরে দাঁড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচার শুরুর প্রাক্কালে তারা এ পদক্ষেপ নিলেন। দ্বিতীয় অভিশংসন বিচারে তার হয়ে লড়তে ইচ্ছুক আইনজীবী খুঁজে পেতে ট্রাম্পকে যখন গলদ্ঘর্ম হতে হচ্ছে তখন এ ঘটনায় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে।

এখন আগামী সপ্তাহে আইনি শুনানি ও কয়েকদিনের মধ্যে বিচার শুরু হওয়ার আগে নির্বাচন জালিয়াতির অভিযোগে অনড় থাকা ট্রাম্প হঠাৎ করে নিজেকে আইনি প্রতিনিধিত্বহীন অবস্থায় দেখতে পাচ্ছেন। নেতৃত্বে থাকা আইনজীবীদের মধ্যে যে দুই জন থাকবেন বলে ধারণা করা হচ্ছিল, সেই বুচ বাওয়ার্স ও ডেবরাহ বারবিয়ারও আর দলে নেই।

এই পরিবর্তন সম্পর্কে জানেন এমন একটি সূত্র মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে জানিয়েছে, সমঝোতার মাধ্যমেই এ দু’জন ট্রাম্পের আইনি দল ত্যাগ করেছেন। প্রধান আইনজীবী হিসেবে বাওয়ারস দলটি গড়ে তুলেছিলেন।

সম্প্রতি এই দলে যুক্ত হওয়া নর্থ ক্যারোলাইনার আইনজীবী জশ হাওয়ার্ডও চলে গেছেন বলে আরেকটি সূত্র জানিয়েছে। সাউথ ক্যারোলাইনার আইনজীবী জনি গ্যাসার ও গ্রেগ হ্যারিসও এই বিচারে ট্রাম্পের হয়ে আর লড়াইয়ে নামছেন না বলেও জানা গেছে। সূত্র : পার্সটুডে