ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সাবেক বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে দিল্লি গেছেন। সম্প্রতি তিনি মন্ত্রিত্ব ও বিধায়ক পদ ত্যাগ করেছেন।
আজ (শনিবার) একসময়ে তৃণমূলে থাকা প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া এবং রথীন চক্রবর্তীও ‘চাটার্ড বিমানে’ দিল্লি গেছেন বিজেপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে। দিল্লিতে তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেবেন। ওই কর্মসূচিতে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও উপস্থিত থাকার কথা আছে।
আজ এ প্রসঙ্গে সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাদা ছোঁড়াছুড়ি করে রাজ্যের মানুষের কী লাভ হবে? রাজ্যের মানুষের লাভ তখনই হবে যদি রাজ্যের মানুষের জন্য কিছু করতে পারি। আমি একজন যুব ভাই হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি পদের প্রয়োজন নেই। কারণ পদ আজ আছে, কাল নেই। আমি বিধায়ক হয়েও জন্মাইনি, মন্ত্রী হয়েও জন্মাইনি। মন্ত্রী হয়েও মরব না, বিধায়ক হয়েও মরব না। কাজের মাধ্যমে মানুষের কাছে ছাপ ফেলে যেতে চাই। সেইটুকু নিয়ে মানুষের কাছে যাবো। মানুষ যদি সত্যিকারের ভালোবাসা, আশীর্বাদ আমার উপরে রাখে তাহলে নিশ্চিতভাবে আগামীদিনে একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে বাংলায়, এটুকু আশাকরি।’
এদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ের বিধায়ক থাকার সুবাদে তিনি দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই ডোমজুড় কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাজীবের ছবিতে জুতোর মালা পরিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষজন। তার ছবিতে জুতোপেটা করেও অনেকে ক্ষোভ প্রকাশ করে তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছেন। সূত্র : পার্সটুডে