ইরানের ব্যাপারে ট্রাম্পের ব্যর্থতাকে ভুলে যাবেন না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জারিফ

আগের সংবাদ

সিস্তান-বালুচিস্তানের সন্ত্রাসী নেতাকে ফাঁসি দিয়েছে ইরান

পরের সংবাদ

সৌদি-আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ইতালির সিদ্ধান্তকে স্বাগত জানালো হুথি আন্দোলন

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১ , ১০:০৭ অপরাহ্ণ

আগ্রাসী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ইতালি অস্ত্র বিক্রি করবে না বলে যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তাকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন। ২০১৫ সাল থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম গতকাল (শুক্রবার) শেষ বেলায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বলেছেন, যেসব দেশ ইয়েমেনের ওপর আগ্রাসন চালাচ্ছে তাদের কাছে অস্ত্র বিক্রি না করার ব্যাপারে ইতালি যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা একটি ইতিবাচক পদক্ষেপ এবং এটি শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন। এই পদক্ষেপ বেসামরিক জনগণকে রক্ষায় ভূমিকা রাখবে বলেও হুথি আন্দোলন জানিয়েছে।

ইতালির ক্ষেপণাস্ত্র

এর আগে গতকাল শেষ বেলায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইয়ো সৌদি আরব ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ এবং ব্রিটেনকে এ উদাহরণ অনুসরণ করার আহ্বান জানিয়েছে। সূত্র : পার্সটুডে