তিউনিশিয়ার প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ: সন্দেহের তীর ইসরাইলের দিকে

আগের সংবাদ

'হেলিকপ্টার বহরের দিক থেকে ইরান বিশ্বে তৃতীয়'

পরের সংবাদ

রাশিয়ার ‘স্পুতনিক-ভি’ টিকার অনুমোদন দিল ইরান

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১ , ১১:২৫ অপরাহ্ণ

রাশিয়ার উদ্ভাবিত করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। আজ (বৃহস্পতিবার) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর বলেছেন, দেশটির খাদ্য ও ওষুধ সংস্থার নিয়ন্ত্রণ বিষয়ক কমিশন রাশিয়ার ‘স্পুতনিক-ভি’ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

রাশিয়ার পাশাপাশি চীন, ভারতসহ অন্যান্য দেশ থেকেও টিকা আনার সম্ভাবনা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পর্যন্ত আরও বেশ কয়েকটি দেশ ‘স্পুতনিক-ভি’ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

গত আগস্টে রাশিয়া ‘স্পুতনিক-ভি’ টিকার অনুমোদন দেয়। এটি বিশ্বে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা। রাশিয়া জানিয়েছে, তাদের উদ্ভাবিত ‘স্পুতনিক-ভি’ টিকা কার্যকর ও নিরাপদ।

আস্থা না থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে টিকা আমদানি নিষিদ্ধ করেছে ইরান।

এদিকে, ইরানে আজও ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮৫ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৫২৭ জন। এ নিয়ে ইরানে এই ভাইরাসে মৃত্যুবরণ করল ৫৭ হাজার ৭৩৬ জন।

ইরান নিজেও করোনার টিকা তৈরির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। মানবদেহে পরীক্ষামূলক ভাবে ইরানি টিকার ফলাফলকে আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র : পার্সটুডে