ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, তিন মাসেরও কম সময়ের মধ্যে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে এক হাজার ‘আইআরটুএম’ সেন্ট্রিফিউজ স্থাপন করা হবে।
ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ আজ (বৃহস্পতিবার) ‘ফোরদু’ পরমাণু স্থাপনা পরিদর্শন করেছেন। এরপরই সংবাদ সম্মেলনে অংশ নেন সংস্থাটির মুখপাত্র।
তিনি আরও বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে আমাদের অর্জনের বিষয়ে বলার অনেক কিছু রয়েছে। সমৃদ্ধকরণ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত সব কিছুই ইরানিরা করছে।’
তিনি আরও বলেন, ‘শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে নয়। আমরা নিউক্লিয়ার মেডিসিন, ইয়েলো কেক এবং অক্সিজেন-১৮ তৈরির ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছি। এসব ক্ষেত্রে আমাদের অবস্থান এখন খুবই ভালো।’
কামালভান্দি বলেন, সংসদ পরমাণু কর্মসূচির বিষয়ে যে কাঠামো ও আইন অনুমোদন করেছে তা পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে।
আণবিক শক্তি সংস্থার মুখপাত্র আরও বলেন, ইরানের জাতীয় আণবিক শিল্পের অবস্থা এখন অতীতের চেয়ে অনেক ভালো। বর্তমানে আমাদের হাতে ২০ মাত্রায় সমৃদ্ধ ১৭ কেজি ইউরেনিয়াম মজুদ রয়েছে। সূত্র : পার্সটুডে